1st October 2024 Current Affairs in Bengali: প্রিয় পাঠকগণ আজ আমরা ১লা অক্টোবর 2024 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স) 1st October উপস্থাপন করছি। WBCS, RAIL, POLICE, SSC, PSC, FOOD SI, ক্লার্কশিপ, SSC GD, Etc. -এর জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি-
১লা অক্টোবর ২০২৪ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্ব হৃদপিণ্ড দিবস পালন করা হয় ২৯শে সেপ্টেম্বর; এবছরের থিম হলো-“Use Heart for Action”
2. মহারাষ্ট্রের নাগপুরে Oxygen Bird Park (Amrit Mahotsav Park)-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
3. সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের Dwayne Bravo
4. “Khaki Mein Sthitapragya” নামে বই লিখলেন অনিল রাতুরি
5. আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সেন
6. World Talent Ranking 2024-এ ভারতের স্থান ৫৮; প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর
7. 10th World FZO World Congress 2024 অনুষ্ঠিত হলো দুবাইয়ে
8. ভারতের প্রথম CO2-to-Methanol pilot plant তৈরি হলো পুনেতে
9. ICC Lifetime Achievement Award 2023-এ সম্মানিত হলেন দীপক সি মেহতা
10. দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন মনমোহন