3rd October 2024 Current Affairs in Bengali: প্রিয় পাঠকগণ আজ আমরা ৩রা অক্টোবর 2024 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স) 3rd October উপস্থাপন করছি। WBCS, RAIL, POLICE, SSC, PSC, FOOD SI, ক্লার্কশিপ, SSC GD, Etc. -এর জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি-
3rd October 2024 Current Affairs in Bengali Questions
1. আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় ১লা অক্টোবর; এবছরের থিম হলো- “Ageing with Dignity”
2. ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
3. Indian Newspaper Society (INS)-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাতৃভূমি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর এমভি শ্রেয়মস কুমার
4. World Athletics Continental Tour-এ পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে সোনার মেডেল জিতলেন গুলভীর সিং গুলতার সিং
5. তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন উদয়নিধি স্টালিন
6. সম্প্রতি ৮৭ বছর বয়সে মারা গেলেন কবি Keki N Daruwalla
7. শিক্ষার্থীদের শিক্ষামূলক ট্যুরের জন্য ‘Telangana Darshini’ স্কিম চালু করেছে তেলেঙ্গানা সরকার
8. Globe Network-এর পনেরো সদস্যের স্টিয়ারিং কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত
9. পাকিস্তানের ক্রিকেট নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ
10. ব্যাঙ্গালুরুতে নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমীর উদ্বোধন করেছে BCCI